প্রিয় লিখিয়ে বন্ধুরা,’ছন্দে আনন্দে’ এটা ছোটোদের পাতা। শিশুদেরকে শান্তি ও মানবতার ধর্ম ইসলামী সভ্যতায় গড়ে তুলতে আমরা এখানে ইসলামী ছড়া ছেপে থাকি। তাই,তোমরা যারা লেখা পাঠাচ্ছো,শিশুতোষ ইসলামী (৮ লাইনের) ছড়া পাঠাও।গল্প লেখো (জীবন যুদ্ধের) ৫০/৭০ শব্দে।
ধন্যবাদ সবাইকে-
বিভাগীয় সম্পাদক