বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাওছারের ব্যাপক গণসংযোগ।
আগামী ১৪ ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা কাওছার আহমদ।
বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে টানা গণসংযোগ, উঠান বৈঠক ভোটারদের নিয়ে মতবিনিময়ের মাধ্যমে পৌরসভার কাংখিত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠার জন্য মোবাইল মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের ভোটারদের মাঝে লিফলেট বিতরন করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কাওছার আহমদ।আজ সকাল ৮টা থেকে বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে শিবনঘর গ্রাম থেকে গণসংযোগ শুরু করছেন।