আগামীকাল ১৪ ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর, শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনর পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি গ্রহন করা হয়েছে। পৌরসভার সর্বত্র আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল জোরদারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তৎপর রয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল হাসনাত ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন আজ রবিবার অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচন উৎসব মুখর সুষ্টু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য আজ শনিবার বিকেলের দিকে ৯টি ভোট কেন্দ্রে ব্যালেট বাক্স সহ নির্বাচনী মালামাল এবং প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত আইন-শৃংখলা বাহিনীর সদস্য এবং প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং কেন্দ্রে পাঠানো হয়েছে। আগামী কাল রবিবার সকাল বেলায় ৯টি কেন্দ্রে ব্যালেট পেপার ভোট গ্রহনের পূর্বে পৌছে দেওয়া হবে। এ দিকে শান্তিপূর্ণ ও সুষ্ট নির্বাচনের লক্ষ্যে কানাইঘাট পৌরসভাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি। প্রতিটি সংরক্ষিত কেন্দ্রে একটি করে র্যাবের টহল দল ও মোবাইল ফোর্স রয়েছে পাশাপাশি রয়েছে পুলিশের ট্রাইকিং ফোর্স। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ১জন করে মোট ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আনসার সদস্যদের পাশিপাশি কেন্দ্র প্রতি ১১জন পুলিশ ও ঝুকিঁপুর্ণ কেন্দ্রে ১৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এবার কানাইঘাট পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ১৯ হাজার ৪ শত ২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৮শত ৮০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৫শত ৪৭ জন। কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থী ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে ভোটাররা যাতে করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারেন এজন্য সুষ্ট ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের দাবী জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাজী শরীফুল হক, স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র নিজাম উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন, কাওছার আহমদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা নজির উদ্দিন।
Mam ilang days nlang exam sa linggo,,gsto ko po gawin lahat nang nararapat para pumasa exam sna mtulungan nio ako kse gsto ko mka avail PDF nio pero wla ako budget.. Help me at least mam Fehl. Thankyou Letisha Gordan Buckler
What a beautiful Christmas! My heart is happy getting to see your faces each week. Grateful and Blessed!! Kiersten Shawn Lenz
I am sure this piece of writing has touched all the internet users, its really really good piece of writing on building up new website.| Kelly Marten Maxama