সিলেটের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ.-এর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট (কানাইঘাট মাদরাসা) এর বার্ষিক ওয়াজ মাহফিল ২৪ ফেব্রুয়ারি’২০২১ বুধবার।
ওয়াজ মাহফিলে কোরআন-হাদিসের আলোকে ধর্মীয় আলোচনা করবেন দেশ-বিদেশের অভিজ্ঞ ও প্রখ্যাত আলেমরা।
২৫ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর বিশেষ হেদায়েত ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।
মাহফিল আয়োজক কমিটি জানিয়েছেন, সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদিরতীরে অবস্থিত ’জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট’ প্রাঙ্গণে বর্তমান ছাত্র ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী সম্মেলনের মধ্য দিয়ে এবারের মাহফিলের কার্যক্রম শুরু হবে।
২৪ ফেব্রুয়ারি বিকালে দাওরায়ে হাদিস ও হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করবেন শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ.-এর অন্যতম খলিফা ও জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট-এর মোহতামিম পীরে কামেল আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী।
মাহফিলে জামেয়ার প্রাক্তন ছাত্র ও জমিয়তে উলামা বাংলাদেশের সর্বস্তরের কর্মী সমর্থকসহ ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদানের আহ্বান জানিয়েছেন জামেয়ার নাইবে মোহতামিম ও শায়খুল হাদীস, জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী।
দেশের অন্যতম প্রখ্যাত এই জামেয়াটি ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। জামেয়া প্রতিষ্ঠাকাল থেকে সমাজের বহুমুখী সেবা করে আসছে। এই জামেয়া থেকে নিয়মিত প্রকাশিত হয় আল মুশাহিদ। যা পাঠকমহলে বেশ সমাদৃত।
মাহফিল উপলক্ষে জামেয়ার ছাত্ররা বাংলায়- বেশ কয়েকটি দেয়াল পত্রিকা প্রকাশ করবে।