আজ ০৫ মার্চ (শুক্রবার) বিকাল ২ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের কান্দিগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন আলোঘাটের ব্রিজের রাস্তার মাটি কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান।
কান্দিগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন ফুটব্রিজের দু’পাশের রাস্তা ফসলি জমির সাথে মিশে যায়। বর্ষাকালে অল্প বৃষ্টির পানিতেই ব্রিজের দু’পাশের রাস্তা তলিয়ে যেতো। পানি ও কাদার উপর দিয়ে এলাকার মানুষ চলাফেরা করতো। গত ২৬ ফেব্রুয়ারি, শুক্রবার ব্রিজের দু’পাশের রাস্তা পরিদর্শন করে আসেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
জনদুর্ভোগ এলাকা, বর্ষাকাল আসার পূর্বেই গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান নিজে উপস্থিত হয়ে রাস্তার মাটি কাজের উদ্বোধন করেন তিনি। প্রথম মাটি তিনি নিজেই রাস্তায় ফেলে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ, সমাজসেবক মাওলানা দেলোয়ার হোসেনসহ এলাকার সর্বসাধারণ।