মহান স্বাধীনতার ৫০ বছর পদর্পণিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ১০ দিন ব্যাপি কর্মসূচির শেষ দিনে ইসলাম, মুসলিম ও প্রকৃত স্বাধীনতা বিরোধী সরকার ; ভারতের প্রধানমন্ত্রী কসাই মোদির বাংলাদেশ আগমন উপলক্ষ্যে দেশব্যাপী প্রতিবাদ ও আন্দোলনে সরকারদলীয় সন্ত্রাসীদ্বারা মসজিদ মাদরাসায় অতর্কিত হামলা ও মাদরাসা ছাত্রদের নির্মমহত্যাকাণ্ডের দাবিতে ২৮ মার্চ (আজ) রোববার দেশব্যাপী হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে বিএনপিসহ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম সমাজ। দেশব্যাপী হেফাজতের এ হরতাল কর্মসূচিতে সমর্থন জানিয়ে সিলেট-তামাবিল মহাসড়কেও শান্তিপূর্ন হরতাল পালন করেছে সারিঘাট এলাকাধীন মুসলিম জনতা। (২৮ মার্চ আজ) রোববার বাদ ফজর থেকেই এলাকার আলিমদের সরব উপস্থিতিতে সারিঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে মহাসড়কে অবস্থান করে শান্তিপূর্ণভাবে তারা এ হরতাল পালন করেন। সারিঘাট মাদরাসা শিক্ষক মাওলানা ইবাদুর রহমান ইজহারে হককে জানান,’সকাল থেকেই আমরা মুসল্লিদের সঙ্গে নিয়ে সড়কে নামি। দুপুর গড়িয়ে সন্ধ্যা অবধি আমরা সেখানে কোনো প্রকার বিঘ্নতা ছাড়াই শান্তিপূর্ণ অবস্থান করি।’
ইজহারে হকের প্রতিবেদক এম.এ রায়হান জানিয়েছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কে হেফাজতকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থানে যান চলালচল বন্ধ ছিল। এসময় কেবল বিদেশযাত্রী,অসুস্থ রোগিদের এ্যাম্বুলেন্স ও খাদ্যসামগ্রী বহনকারী পরিবহণকে তারা যাত্রা সুযোগ প্রদান করে।