তুমি ছাড়া ফাগুনবেলা
কেমন কেমন লাগে,
চেয়ে দেখো ফুল ফুটে নি
মনের কুসুম বাগে।
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
যতই ফুটুক হেসে,
কেউ আসে নি হাত ধরে নি
আমায় ভালোবেসে।
পিক পাপিয়া তোমার কথা
বলছে গানে গানে,
ফাগুন বেলা দূরে তুমি
কোন সে অভিমানে?
নীলিমাতে সকাল দুপুর
তোমার ছবি দেখি,
বলতে পারো এই অনুভব
কেমন করে মেকি?
এই ফাগুনে চাই যে আমি
তোমার উপস্থিতি,
অপেক্ষার এই পালাবদল
এবার টানো ইতি।