সব অনিয়ম আর দুর্নীতির বিরোদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ থেকে পদত্যাগ ঘোষণা করেছেন
আ’লীগ সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটো ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
৩১ মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। জানা যায়,আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
তিনি তার ফেসবুক লাইভে বলেছেন, ‘ সব অনিয়মকারী ও দুর্নীতিবাজদের বিরোদ্ধে কথা বলে আমি এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে আমার সম্মান নাই সেখানে আমি থাকব না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি, সেখানে থেকেই কাজ করব।’
উল্লেখ্য, সাম্প্রতিক বাংলাদেশে সরকারদলীয় অরাজকতা ও নৃশংসতার কারণে সরকারি দল আওয়ামী লীগ থেকে সৎ ও ত্যাগী কর্মীরা পদত্যাগ ঘোষণা দিচ্ছেন।এ নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কোনো মন্তব্য না শোনা গেলেও স্থানীয় নেতৃবৃন্ধ পদত্যাগকরীদের শিবির বলে আখ্যায়িত করছেন।