কোভিড-১৯ করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায়
আনোয়ারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৩১ মার্চ বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানাগেছে,মৃত আনোয়ারা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার মৃত আশরাফুল হকের স্ত্রী। আনোয়ারা বেগমসহ চুয়াডাঙ্গা জেলায় করোনায় মোট মৃত সংখ্যা ৫২। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় (চুয়াডাঙ্গায়) আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
নতুন দুইজনসহ জেলায় মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১ হাজার ৭১১ জন। এর মধ্যে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬২২ জন।