করোনা সব শিক্ষা প্রতিষ্ঠানে
তাই সহসা যাচ্ছে নাতো খোলা
বাজারে যাই হাতে নিয়ে ঝোলা
নেয় না কথা রাষ্ট্র এখন কানে।
নিত্য বাজার- এইখানে ভিড় ঠাসা
সমস্যা নেই দরকারি মাল কিনি
চাল ডাল তেল পেঁয়াজ মরিচ চিনি
বাঁচতে হলে লাগবে কত আসা!
যাই শহরে লোকাল ট্রেনে চড়ে
সিট না পেয়ে যায় দাঁড়িয়ে লোকে
করোনা ভয় কারোর মনে ঢোকে?
পারলে যেন উল্টো চ্যালেঞ্জ ছোঁড়ে।
নেইতো কোনো সমাবেশে বাধা
কারখানা মিল সিনেমা হল চলে
যাত্রা পালা সার্কাসও কৌশলে
শিক্ষা বিনে বাড়ুক দেশে গাধা।