তীব্র সহিংসতায় ক্ষুব্ধ হয়ে হেফাজত থেকে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নায়িবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল আউয়াল।
গতকাল (৩০ মার্চ) মঙ্গলবার হযরতের খাদিম মাহাদি হাসান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে (২৯ মার্চ) সোমবার দিবাগত রাতে পবিত্র শবেবরাতের বয়ানকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মাওলানা আবদুল আউয়াল বলেন, “হেফাজতের সঙ্গে আমি আর থাকব না।”
পরে তাঁর বয়ানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়লে তাকে নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। এ নিয়ে কেন্দ্রীয় হেফাজতের পক্ষ হতে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয় নি।