দুলাভাইর সঙ্গে বেড়াতে গিয়ে বরগুনার তালতলীতে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ৩১ মার্চ গত কাল বুধবার বিকেল ৩ টার সময় উপজেলার সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্ক বনে এ ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে এ ঘটনায় ৪ জনকে আসামি করে তালতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন, জাহিদুল (২৭), সোহাগ (২৫), হাসান (২৮) ও মিজানুর (২৪)।
মামলা সূত্রে জানাগেছে , গত কাল (৩১ মার্চ) বিকেলে আমতলী থেকে তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কটিতে মোটরসাইকেল ভাড়া করে ভুক্তভোগী ও তার দুলাভাই বেড়াতে যান।
প্রবেশদ্বারের ঢুকে দুলাভাই পানি আনতে দুকানে গেলে একদল বখাটে এসে মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে ভুক্তভোগীকে বনের ভেতর নিয়ে গণধর্ষণ করে।