সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিজের আপন ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছেন মা মাহফুজা বেগম (৩০)।
১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউপির পূর্বগ্রামে এ ঘটনা ঘটে।জানাগেছে, মাহফুজা ওই গ্রামের ট্রাকচালক শিমুল হোসেনর স্ত্রী। নিহত শিশুরা হলো মোহনা (৬) ও মাহফুজ (৮)।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহগুলো এখনও ঘরের মধ্যে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিআইডি সদস্যরা আসার পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে। বিস্তারিত পরে বলতে পারব।