ছেলের দায়ের কুপে খুন হয়েছেন সৎ মা।
২ এপ্রিল ভোরবেলা কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপির হরিণমারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জানাগেছে, নিহত আনোয়ারা বেগম উপজেলার হরিণমারা গ্রামের লম্বা হোসেনের স্ত্রী। এ ঘটনার পর থেকে ছেলে আলমগীর (২৫) পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লম্বা হোসেনের দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথম স্ত্রীর ছেলে আলমগীর তার সৎ মা আনোয়ারা বেগমের মাথায় ধারালো দায়ের কোপ দিলে ঘটনাস্থলেই প্রাণ মৃত্যুবরণ করেন আনোয়ারা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ মঞ্জুর মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।