একটি ছড়া হয়নি লেখা,
একটি ছড়া
যেই ছড়াটি অগ্নিঝরা
মিষ্টি-কড়া।
যেই ছড়াটি ঝর্না হবে
বৃষ্টি হবে
পথের সাথী, দৃষ্টিহীনের
দৃষ্টি হবে।
দুষ্টু কিশোর, চৈতী হাওয়া
দুপুর হবে
খুকুর পায়ে ঝুমুর ঝুমুর
নূপুর হবে।
পাখির কূজন, ফুলের বুকে
গন্ধ হবে
ধানের খেতে ঢেউ খেলানো
ছন্দ হবে।
বাবা-মায়ের আদর হবে
হাসি হবে
দুচোখ ভরা স্বপ্ন রাশি
রাশি হবে।
তারার মেলা, প্রভাত-হাসি
সূর্য হবে
কখনো বা ভয়াল রণ
তূর্য হবে।
কালবোশেখী, ঝড়ের মাতম
প্রলয় হবে
নতুন আলোয় স্বপ্ন-সুখের
বলয় হবে।
সেই ছড়াটি কোথায় আজো
হয়নি দেখা
সেই ছড়াটি,একটি ছড়া
হয়নি লেখা।