কাল (৩ এপ্রিল) শনিবার থেকে শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরি রহ. প্রতিষ্ঠিত পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ড-এর কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা শুরু হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরি ইজহারে হককে দেয়া এক বিবৃতিতে বলেছেন,’সব প্রস্তুতি সম্পন্ন। আল্লাহর রহমতে আগামী কাল শনিবার থেকে পরীক্ষা শুরু হবে ইন শা আল্লাহ।’
পরে তিনি কোভিড-১৯ করোনা পরিস্থিতে নিয়মিত স্বাস্থবিধি মেনে চলতে বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও পরীক্ষকগণদের প্রতি বিনীত আহ্বান জানান।
জানাগেছে, একযোগে ৯ টি সেন্টারে টানা ৫ দিন ব্যাপী এ পরীক্ষা চলবে। এবারের পরীক্ষায় মোট ৩১১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পরীক্ষার সেন্টারগুলো হলো, (প্রধান মারকাজ) দারুল উলূম কানাইঘাট, মাদরাসাতুল উলুম হরিপুর বাজার মাদরাসা,দারুস সালাম লাফনাউট মাদরাসা,
মাযাহিরুল উলুম গাছবাড়ী মাদরাসা,দারুল হাদিস চতুল ঈদগাহ মাদরাসা,মাখজানুল উলূম কলাবাড়ী মাদরাসা,তোয়াকুল মাদরাসা, ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদরাসা ও জয়নগর মাদরাসা।