1. abutalha6256@gmail.com : abdul kadir : abdul kadir
  2. abutalha625616@gmail.com : abu talha : abu talha
  3. asadkanaighat@gmail.com : Asad Ahmed : Asad Ahmed
  4. izharehaq24@gmail.com : mzakir :
বুধবার, ২৮ জুলাই ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন

ঘরে বসেই শেখুন লেখালেখি ও সাংবাদিকতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশটাইম: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

তরুণদের স্বপ্ন নির্মাণ ও কর্মময় ক্যারিয়ার গড়তে সাহিত্য সাময়িকী সৃজনের আয়োজনে আসন্ন রমজান মাসে ফের শুরু হচ্ছে ‘লেখালেখি ও সাংবাদিকতা অনলাইন কোর্স’।

অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই সৃজনশীল লেখালেখি ও সাংবাদিকতার বুনিয়াদি জ্ঞান অর্জনে ব্যতিক্রমী কোর্সটি তত্ত্বাবধায়ন করবে লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’। মিডিয়া সহযোগী থাকবে আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম।

#কোর্সের মেয়াদ
১ রমজান থেকে ২০ রমজান (১৪ এপ্রিল ২০২১ থেকে ৩ মে ২০২১ ) পর্যন্ত।
ক্লাসের সময় : প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা।

#যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
কী লিখবো, কেন লিখবো
কী পড়বো, কীভাবে পড়বো
লেখালেখির হাতেখড়ি
ছন্দে ছন্দে ছড়া
গল্প-উপন্যাস
প্রবন্ধ-নিবন্ধ-কলাম
ব্যবহারিক বাংলা বানান
যতিচিহ্নের ব্যবহার
অনুবাদ সাহিত্য
পত্রিকা ও পোর্টালে লেখালেখি
সাংবাদিকতার হাতেখড়ি
ফিচার-প্রতিবেদন-সাক্ষাৎকার
অনলাইন ও টিভি সাংবাদিকতা
ব্লগ ও ফেসবুক লেখালেখি
লিটলম্যাগ ও পত্রিকা সম্পাদনা
বই-পাণ্ডুলিপি তৈরি

#কোর্সের অতিথি প্রশিক্ষক
মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস ও কলামিস্ট
শরীফ মুহাম্মদ, লেখক, কলামিস্ট ও আলোচক
ড. আ ফ ম খালিদ হোসেন, সম্পাদক, মাসিক আত-তাওহীদ
মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, বার্তা২৪ ডটকম
জহির উদ্দিন বাবর, সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম
আলী হাসান তৈয়ব, বিভাগীয় সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ
মুনীরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
সায়ীদ উসমান, ছড়াকার ও গল্পকার
সাব্বির জাদিদ, গল্পকার ও ঔপন্যাসিক

#মুখ্য প্রশিক্ষক ও পরিচালক
আমিন ইকবাল, বিভাগীয় সম্পাদক, দৈনিক সময়ের আলো
সহযোগী সম্পাদক, মাসিক রাহমানী পয়গাম
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম

#কোর্সের বৈশিষ্ট্য
যার যার বাসা/ঘরে বসেই অনলাইনে Zoom অ্যাপসের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ।
নিয়মিত অনুশীলন ও হোমওয়ার্ক ব্যবস্থা।
ক্লাসে প্রয়োজনীয় লেকচার শিট প্রদান।
ক্লাস শেষে রেকর্ডেট ভিডিও প্রদান।
ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান।
মাঝে মধ্যে অতিথি প্রশিক্ষক ও প্রতিষ্ঠালব্ধ লেখকদের সঙ্গে আড্ডার ব্যবস্থা।
অংশগ্রহণকারীদের পত্র-পত্রিকায় লেখালেখির সুযোগ।
সাংবাদিকতা ও সম্পাদনায় আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা।
বই প্রকাশে সহযোগিতা।
কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান।

#ভর্তির নিয়মাবলী
কোর্সের ভর্তি ফি : ২০০০ (দুই হাজার) টাকা।
ভর্তির শেষ সময় : ১০ এপ্রিল ২০২১, শনিবার।
ক্লাস শুরু : ১৪ এপ্রিল ২০২১, বুধবার।

ভর্তি হতে চাইলে-
০১৯৪৫-১০৪৭৮৫ (বিকাশ) অথবা ০১৭৬০-৬৪৮৭৩৪ (নগদ) নম্বরে ভর্তি ফি পাঠিয়ে https://forms.gle/eXjiSkRwA4LZjPUQ6 লিংকের গুগল ফরমটি পূরণ করুন।

প্রয়োজনে যোগাযোগ :
সৃজন অফিস। ১১০/১১, ঢাকা রিয়েল এস্টেট, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা।
মোবাইল ০১৭৬০-৬৪৮৭৩৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
copyright 2020:
Theme Customized BY MD MARUF ZAKIR