এই চাঁদুদের কাণ্ড দ্যাখেন
মোটিভ দ্যাখেন আবার
দৃষ্টিকোণের কৃষ্টি দিয়া
সত্য করে সাবাড়।
নিউজ করে হলুদ যতো
মন মাধুরী লাগায়
নিছক ভালো জনের তরেও
বিদ্বেষ খুব জাগায়।
ধর্ম হলে কথাই তো নাই
চর্ম তোলার আশায়
বাটে পাইলে মাদ্রাসাকে
আচ্ছা মতো ফাঁসায়।
সেই ফাঁসানির এই নমুনা
নিজের চোখেই দেখেন
এর নিন্দায় সাধ্যমতো
পারলে কিছু লেখেন।
চামস্কিহীন বাংলাদেশে
চামস্কি হন সবাই
এই মিডিয়ার বদ মতলব
যুক্তিতে দিন জবাই।
কোরবানিতে স্বেচ্ছাশ্রমে
অনেক বছর ধইরা
তালেবএলেম প্রায় মুফতেই
কোরবানি যায় কইরা।
সেই কাজে তার ছুরি লাগে
এইটা সবার জানাই
সেসব ছুরিই জব্দ করে
হায় কি ধানাই পানাই।
ধানাই পানাই জমায় আরো
ভুল রিপোর্টের নাটক
পারলে এবার পুলিশ করে
মাদ্রাসাটাই আটক।
ভালোই হলো বুঝলো মানুষ
নয় তো এরা মানুষ
সোশ্যাল মিডে* ফুটা করেন
মাস মিডিয়ার ফানুস।
মাস মিডিয়া মাসের কাছে
তাই তো নিলো লোটাই
ওদের প্রোপাগান্ডা আসেন
এমন করেই ছোটাই।