টুপি-পাঞ্জাবি পরে ক্লাস প্রদানের কারণে চাকুরি হারালেন এক শিক্ষক। ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটের শাহপরান উপজেলাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে।
জানাগেছে, চাকুরিচ্যুত শিক্ষক দীর্ঘদিনযাবত ওই কলেজের পদার্থ বিজ্ঞানের লেকচারার ছিলেন।
সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো শিক্ষক টুপি,পাঞ্জাবি পরে কলেজে ক্লাস নিতে পারবেন না। অন্যান্য সকল শিক্ষক এ সিদ্ধান্ত মেনে নিলেও তিনি অসম্মতি জানান। ফলে কলেজ কর্তৃপক্ষ তাকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। খবরটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ধর্মীয় অঙ্গনে শুরু হয় সমালোচনার ঝড়। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো নীরব ভূমিকা পালন করছে।