বিরামহীন নদীর স্রোতের মতো বয়ে চলছে করোনা। দ্বিতীয় ঢেউয়ে আরো ভয়ানক হতে চলেছে ভাইরাসটি। জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনা টিকা আবিষ্কার হলেও স্বস্তি নেই জনগণ।এরই মাধ্যে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৬৫ হাজার। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১৯ লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, ৫ এপ্রিল সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১৯ লাখ ৮ হাজার ৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৬৫ হাজার ৯১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন।