সাগর রুনী খুন হয়েছে
বছর বছর শোক ক্ষয়েছে
দুখ করেছি
চাষ
ও সাংবাদিক বলছি শোন
করতে পারো তার কি কোন
অডিও রেকর্ড
ফাঁস।
জানি জানি এবং মানি
জমা তোমার দেহখানি
খুনির আশে
পাশ
হয়না যে তাই নাড়াচাড়া
মেঘ কেঁদে কয় হতচ্ছাড়া
বিবেক বেঁচা তোমারা সবাই জিন্দা একেক
লাশ।
লক্ষ কোটি লোপাট হলো
কোথায় পেপার টিভি বলো
প্রশ্ন রাশে
রাশ
ও সাংবাদিক বলছি শোন
করতে পার তার কি কোন
অডিও রেকর্ড
ফাঁস।
হচ্ছে যে গুম হাজার জনে
কখন কোথায় কি কারণে
কান্না ঘুরে ক্ষনে ক্ষনে বাড়ায়
দীর্ঘশ্বাস
ও সাংবাদিক বলছি শোন
করতে পার তার কি কোন
অডিও রেকর্ড
ফাঁস।
করতে এসব ভয়ে থাক
নাকি ক্ষয়ের লয়ে থাক
স্বৈরাচারীর তোষক হয়ে সাজাও গুটি
তাশ
দালাল টিভি দালাল পেপার
তার নিমিত্তে নিচ্ছে ভ্যাপার
আমজনতা তৈরী হয়ে দিবে – বরাক
বাঁশ।
ও সাংবাদিক বলছি শোন
করতে পার সত্যি কোন
অডিও রেকর্ড
ফাঁস।