মাইক্রোবাসের ধাক্কায় আফছার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
৬ এপ্রিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে
জানাগেছে, নিহত ব্যক্তি সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। তিনি নৈশপ্রহরীর চাকরি করতেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান,
সাইকেলযোগে সকালে কর্মস্থল থেকে বাসার দিকে যাচ্ছিলেন আফছার। এ সময় লিংক রোড এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।