দেশের লকডাউন পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপদে গন্তব্যে পৌঁছা এবং পরীক্ষা সুন্দরভাবে সমাপ্ত করার লক্ষে আগামীকাল ২৪/০৮/৪২ হিজরী, ৮/০৪/২১ ঈসাব্দ, বৃহস্পতিবার দাওরোয়ে হাদীস পরীক্ষা সকাল ৮টায় শুরু করে দুপুর ১২টায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কাওমিয়্যা। সেমতে আগামীকাল দুই বিষয়ের পরীক্ষা একসাথে নেওয়া হবে। প্রথমে ত্বহাবী শরীফের পরীক্ষা হবে। শেষে মুওয়াত্তানের পরীক্ষা হবে। বিস্তারিত পরীক্ষা-পদ্ধতি আগামীকাল পরীক্ষার পূর্বে জানিয়ে দেওয়া হবে।
প্রশ্ন করার ক্ষেত্রেও বিষয়টির প্রতি বিশেষভাবে লক্ষ রাখা হবে।
বি: দ্র:
(১) শুধু মুওয়াত্তানের (যেমনী) পরীক্ষার্থীগণ সকাল ৯টায় এবং অন্য সকলে ৭:৪৫ মিনিটের পূর্বেই পরীক্ষার হলে প্রবেশ করবে।
(২) পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীগণ অনতিবিলম্বে পরীক্ষার প্রবেশপত্র/নিবন্ধনপত্র সঙ্গে নিয়ে নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে রওয়ানা করবে।