আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবারের দুঃখ-কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা জমিয়তে উলামায়ে হিন্দ ও সালকুমার শাখা জমিয়ত। আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ বন্যা দুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বন্যা দুর্গত এলাকার মানুষ কয়েকদিন ধরে পানি ও খাদ্য সংকটে ভুগছিলেন। এ অবস্থায় জমিয়তের উদ্যোগে চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবানসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে দেখা যায় স্বস্তির হাসি।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মুফতি আজিমুল হক, জেলা সম্পাদক কাজী আব্দুর রফিক, কারী আব্দুস সামাদ, হাফিজ আব্বাস আলী, হাফিজ নাজির, হাফিজ খাদিমুল ইসলামসহ স্থানীয় সমাজকর্মী ও মাদরাসা শিক্ষকরাও।
মুফতি আজিমুল হক বলেন,
> “দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামি দায়িত্ব। জমিয়ত সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।”
জেলা সম্পাদক কাজী আব্দুর রফিক বলেন,
> “বন্যার কারণে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।”
উল্লেখ্য, গত সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জলদাপাড়া অঞ্চলের একাধিক গ্রাম প্লাবিত হয়। অনেক ঘরবাড়ি, ফসল ও সম্পদ নষ্ট হয়েছে। স্থানীয় প্রশাসনের ত্রাণ কার্যক্রমের পাশাপাশি জমিয়তের এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
