ঢাকা, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) —
বাংলাদেশে ইসলামবিদ্বেষী কার্যকলাপ, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক হিন্দু সংগঠন ইসকন-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটি বলেছে, “ইসকন নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।”
আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাইফ বিন জামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
🔹 ছাত্র জমিয়তের অভিযোগ
রিদওয়ান মাযহারী বলেন,
> “ইসকন বহুদিন ধরে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এখন তারা হিন্দু যুবকদের মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলিম কিশোরীদের ধর্ষণ, গুম ও হত্যার মতো ঘৃণ্য অপরাধে জড়িত হচ্ছে। এটি শুধু নৈতিক অবক্ষয় নয়, বরং দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।”
তিনি আরও বলেন,
> “আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই — ইসকনের এই অপতৎপরতা আর সহ্য করা হবে না। যদি দ্রুত এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা না হয়, তবে দেশ ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে।”
🔹 সরকারের প্রতি দাবি
ছাত্র জমিয়ত নেতারা সরকারের প্রতি তিনটি প্রধান দাবি উত্থাপন করেন—
1. ইসকনের সকল কার্যক্রম তদন্ত করে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা।
2. তাদের বিদেশি অর্থায়ন ও প্রচারণা কার্যক্রম বন্ধ করা।
3. ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা।
নেতারা বলেন,
> “বাংলাদেশের সংবিধান ধর্মীয় অনুভূতি ও চেতনা রক্ষার নিশ্চয়তা দেয়। অথচ ইসকন সেই সংবিধান ও সামাজিক শান্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি কোনোভাবেই সহ্য করা যায় না।”
🔹 ঐক্যের আহ্বান
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের সব শান্তিপ্রিয় মানুষ, আলেম সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও যুবসমাজকে আহ্বান জানান—
> “ধর্ম ও দেশের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ছাত্র জমিয়ত সবসময় শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে ইসলামের মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় মাঠে থাকবে, ইনশাআল্লাহ।”
🔹 উপস্থিত ব্যক্তিবর্গ
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দায়িত্বশীল মুঈনুল ইসলাম, মারুফ বিল্লাহ, ইনামুল হাসান নাঈম, হোসাইন বিন আব্দুল কুদ্দুস, জুবায়ের হোসেন, মাহমুদ হাসান ত্বকী, মহানগর দায়িত্বশীল আরিফ বিল্লাহ, ইব্রাহিম খলিল আজিজী, মুজাহিদুল ইসলাম, রশিদ আহমদ, আহমাদ নাজিরী, মাহমুদুল হাসান মিরাজ, মাকনূন, আয়াতুল্লাহ, আহমাদ, শাহেদুল ইসলাম মারুফ, রিজওয়ান প্রমুখ।
বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল
