২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার):
অন্ধ্রপ্রদেশের করনুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নিতে জমিয়তে উলামা অন্ধ্রপ্রদেশের সভাপতি মাওলানা ড. কাজি আবদুল মজিদ সাহেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ করনুল গভর্নমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
দলটির সঙ্গে ছিলেন মুফতি শফিউল্লাহ (সাধারণ সম্পাদক, জমিয়তে উলামা জেলা করনুল) এবং মাওলানা মনসুর বেগ রাশেদী। তারা হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন, আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
মাওলানা ড. কাজি আবদুল মজিদ সাহেব এই সময়ে বলেন,
> “নেশনাল হাইওয়ের চনাটিকুর গ্রামের কাছে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি— তিনি যেন মরহুমদের মাফ করে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করেন।”
জমিয়তের প্রতিনিধি দল হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করে আহতদের চিকিৎসায় তাদের দক্ষতা, নিষ্ঠা ও মানবিকতার প্রশংসা করেন।
তারা আশ্বাস দেন যে,
> “জমিয়তে উলামা অন্ধ্রপ্রদেশ সবসময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং আহত ও নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
এই মানবিক উদ্যোগের ফলে স্থানীয় জনগণ ও চিকিৎসা সংশ্লিষ্ট মহলে জমিয়তের এই কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
