ঢাকা, ২০ অক্টোবর ২০২৫:
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও রাসুলুল্লাহ ﷺ-কে অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড করার আইনি দাবিতে আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে “আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন”-এর মাধ্যমে “গণবিস্ফোরণ” ঘটবে বলে ঘোষণা দিয়েছেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
সোমবার (২০ অক্টোবর) সাভার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
পীর সাহেব মধুপুর বলেন,
> “হযরত মুহাম্মাদ ﷺ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। এর পর নতুন কোনো নবী আসবেন না—এটাই কুরআন ও সুন্নাহর চূড়ান্ত ঘোষণা। যারা এ বিশ্বাস অস্বীকার করে, তারা নিঃসন্দেহে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে।”
তিনি বলেন, তথাকথিত ‘আহমদীয়া মুসলিম জামাত’ বা কাদিয়ানীরা নিজেদের মুসলিম দাবি করলেও গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানে—যা ইসলামবিরোধী ও চরম ভ্রান্ত আকিদা। তাই তাদের দ্রুত রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
পীর সাহেব আরও বলেন,
> “রাসুল ﷺ-কে অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আইন করে প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ তাঁর মর্যাদায় কটূক্তি করার সাহস না পায়।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, কাদিয়ানীদের সব প্রচার-প্রকাশনা ও ইসলামী পরিভাষা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
মাওলানা মহিউদ্দিন রব্বানী, মহাসচিব, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ; মুফতি নাজমুল হাসান বিন নুরী, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মোহাম্মাদ আলী আফতাবনগরসহ বিভিন্ন এলাকার আলেমরা।
সভাপতিত্ব করেন ব্যাংক কলোনি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, এবং উদ্বোধনী বক্তব্য দেন যাদুরচর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।
মহিউদ্দিন রব্বানী বলেন,
> “১৫ নভেম্বরের মহাসম্মেলন সফল করতে খতিব সাহেবরা জুমার খুতবায় কাদিয়ানী ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সতর্ক করবেন এবং দাওয়াতি প্রচার জোরদার করবেন।”
