গোয়াইনঘাট সরকারি কলেজে ক্লাস ফাঁকি, টিকটক ভিডিও ধারণ ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধে অধ্যক্ষের জারি করা নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন ছাত্রদলনেতা আদিল আহমদ। সোমবার (০২ নভেম্বর) এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষের জারিকৃত সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে সম্প্রতি কলেজ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থী কলেজ প্রাঙ্গণে টিকটক বা শর্ট ভিডিও ধারণ করতে পারবে না। পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে ছাত্রদল নেতা আদিল আহমদ বলেন, ‘অধ্যক্ষের এই পদক্ষেপ সময়োপযোগী। অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে অনলাইন কনটেন্ট তৈরিতে সময় নষ্ট করছে যা শিক্ষার পরিবেশের জন্য অনুকূল নয়। বিজ্ঞপ্তি বাস্তবায়নের মাধ্যমে কলেজের শৃঙ্খলা বজায় থাকবে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, কলেজ হোক জ্ঞান অর্জনের স্থান, বিনোদনের নয়। তাই এই উদ্যোগের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’
কলেজ প্রশাসন জানিয়েছে, বিজ্ঞপ্তি অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
