সিলেট, ১৯ অক্টোবর:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সঙ্গে আজ বিকেলে চতুল বাজারে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় উলামায়ে কেরাম, মাদরাসা শিক্ষকবৃন্দ, তরুণ কর্মী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন—
> “আলেম সমাজ হচ্ছে এই জাতির আত্মিক অভিভাবক। আমরা যদি দ্বীনি দায়িত্ববোধ ও ঐক্য নিয়ে কাজ করি, তবে ইনশাআল্লাহ সিলেট-৫ আসনসহ সারাদেশে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন,
> “আমাদের রাজনীতি ক্ষমতার নয়, ন্যায়ের ও দায়িত্বের রাজনীতি। জমিয়ত উলামায়ে ইসলাম আলেম সমাজের ঐক্য, ত্যাগ ও সততার প্রতীক। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে এই আসন থেকে ন্যায়ের পতাকা উড্ডীন হবে।”
সভায় বক্তারা উবায়দুল্লাহ ফারুকের প্রার্থিতা ও নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান। তাঁরা বলেন,
> “আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রয়াসেই ইনশাআল্লাহ এইবার সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিজয়ের পতাকা উড়বে।”
আলোচনায় স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনের প্রস্তুতি, মাঠপর্যায়ের সংগঠন, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও দ্বীনি নেতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
সভা শেষে মাওলানা উবায়দুল্লাহ ফারুক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন—
> “প্রাথমিকভাবে এই ঘরোয়া বৈঠকের মাধ্যমে আমরা একটি সংগঠিত সূচনা করেছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই বৃহত্তর পরিসরে, মাঠে-ময়দানে বিশাল জনসমাবেশ ও স্টেজ প্রোগ্রাম আয়োজন করা হবে।”
সভা শেষে দেশের শান্তি, ঐক্য, ও নির্বাচনে ইসলামী নেতৃত্বের বিজয়ের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
