জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবগঠিত কমিটির পক্ষ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন (শনিবার), রাজধানীতে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা এহসানুল্লাহর নেতৃত্বে জেলা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির প্রতি দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন হেফাজতের মহাসচিব। তিনি ইসলামি রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর ঐক্য ও সহনশীলতা বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের নবগঠিত কমিটিতে মাওলানা শায়খ সাজিদুর রহমানকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। সাক্ষাৎকালে তিনি উপদেষ্টা মনোনয়নপত্রে স্বাক্ষর করেন এবং সংগঠনের কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।