নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫ ইং) দুপুরে সিলেটের কানাইঘাটে অবস্থিত জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জরুরি অধিবেশন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মুহতারাম আমীর, শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী হাফিজাহুল্লাহ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় মহাসচিব, শায়খুল হাদীস আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী হাফিজাহুল্লাহ।
অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, আলিমকুল শিরোমণি, খলিফায়ে বায়মপুরী, শায়খুল হাদীস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হাফিজাহুল্লাহ।
—
🎙️ প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি শায়খে লক্ষিপুরী বলেন—
> “জমিয়তে উলামা একটি ধর্মীয় ও মাযহাবি সংগঠন। এ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সবাইকে গঠনমূলক ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। দেশের ধর্মীয় নেতৃত্বের ঐতিহ্য বহনকারী এই সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার।”
তিনি আরও বলেন—
> “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। এটি আমাদের সংগঠন ও আদর্শ রক্ষার লড়াই।”
—
📜 অধিবেশনে গৃহীত তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
১️⃣ জমিয়তে উলামা ও এর অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম জোরদার ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
২️⃣ সিলেট-৪ ও সিলেট-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের মনোনীত (খেজুর গাছ প্রতীক) প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
৩️⃣ নির্বাচন-পরবর্তী সময়ে সিলেট সিটিতে জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যানারে জাতীয় ইস্যুতে এক মহাসমাবেশ আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।
—
🏛️
অধিবেশনে গঠনমূলক বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় মুরব্বি মুফতি আজির উদ্দিন বড়বন্দী, সহসভাপতি ও শায়খুল হাদীস মাওলানা রুহুল আমীন আসাদী, সহকারী মহাসচিব মাওলানা আজমত উল্লাহ, সহসভাপতি মাওলানা মঈন উদ্দিন আকুনী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আল্লামা মুবাশ্বির রামপ্রসাদী, লাফনাউট মাদরাসার নাযিম মাওলানা ফয়জুল করিম লামাকুঠাপাড়ী, সহকারী মহাসচিব মাওলানা আবুল হোসাইন চতুলী, আন্তর্জাতিক সমন্বয় কমিটির সভাপতি মাওলানা শফিকুল রহমান আলরাজহী, কেন্দ্রীয় নেতা শায়খুল হাদীস মাওলানা হরমুজ উল্লাহ গোয়াইনঘাটী, মাওলানা বদরুল আলম সরুফৌদী, এবং সিলেট সিটি জমিয়তে উলামার সভাপতি মাওলানা ফারুক আহমদ ফেনাইকুনী প্রমুখ।
বক্তারা বলেন—
> “জমিয়তের ঐতিহ্যবাহী এই সংগঠন সবসময়ই ইসলামী মূল্যবোধ, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আদর্শ ও সামাজিক ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। এখন সময় এসেছে নতুন উদ্যমে সাংগঠনিক শক্তিকে সুসংহত করার।”
—
👥
অধিবেশনে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক গোবিন্দপুরী, মাওলানা আব্দুল্লাহ বাহার, মাওলানা খালিদ সাইফুল্লাহ দুর্লভপুরী, মাওলানা আব্দুল লতিফ মহেশপুরী, মাওলানা এনামুল হাসান সোনাপুরী, মাওলানা সালেহ আহমদ আকুনী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফইয়াজুদ্দীন, মাওলানা বাহার উদ্দিন গোয়াইনঘাটী, মাওলানা ইরফান আহমদ লেঙ্গুড়া, মাওলানা নিজাম উদ্দিন গোয়াইনঘাটী, মাওলানা কুতুবউদ্দিন খরিলহাটী, মাওলানা শিহাব উদ্দিন বড়চতুলী, মাওলানা আফতাব উদ্দিন, হাফিজ মাওলানা ফারুক আহমদ, জমিয়তে আনসার কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস জৈন্তাপুরী, সাধারণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ কানাইঘাটী, কৃষক শ্রমিক জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা বশীর উদ্দিন দরবস্তী, মাওলানা হারিছ উদ্দিন বায়মপুরী, মাওলানা আব্দুর রহমান আরিফ, মাওলানা আনিসুল হক, মাওলানা আব্দুল্লাহ বড়বন্দী, হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান বায়মপুরী, হাফিজ জাকারিয়া বিষ্ণুপুরী, মাওলানা ইলিয়াস আহমদ কান্দিগ্রামী প্রমুখ।
—
🌿
অধিবেশনের শেষে নেতৃবৃন্দ বলেন—
> “আজকের মজলিসে আমেলার অধিবেশনে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে জমিয়তে উলামা বাংলাদেশের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিক ধারায় অগ্রসর হবে ইনশাআল্লাহ।”
