জমিয়ত ইউথ ক্লাব লোকাল অ্যাসোসিয়েশন, হাপুড়-এর উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী (১৯ থেকে ২১ অক্টোবর) রিহার্সাল ক্যাম্পের সফল সমাপ্তি হয়েছে মাদরাসা উমর ফারুক, রতুপুরা, হাপুড় প্রাঙ্গণে।
এই প্রশিক্ষণ ক্যাম্পে জেলার ১৫ জন স্কাউটস ও ইউনিট লিডার উৎসাহ ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন।
পুরো ক্যাম্পে মুহাম্মদ খালিদ, অ্যাসিস্ট্যান্ট ডি.ও.সি., জমিয়ত ইউথ ক্লাব ভারত স্কাউট অ্যান্ড গাইড, অংশগ্রহণকারীদের বি.পি.-৬, ফ্ল্যাগ সেরিমনি, ইন্সপেকশন, টেন্ট পিচিং, পায়োনিয়ারিং, গ্যাজেট নির্মাণ, প্রজেক্ট ওয়ার্ক, ক্যাম্প ফায়ার, প্যারেড, মার্চ-পাস্ট, কালার পার্টি ও টিম গেমস ইত্যাদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষকেরা স্কাউটদের অনুশাসন, নেতৃত্ব, টিমওয়ার্ক ও সেবার মানসিকতা সম্পর্কে বাস্তব শিক্ষা প্রদান করেন।
ক্যাম্পজুড়ে প্রতিদিন নতুন উদ্যম ও উদ্দীপনা দেখা যায়। অংশগ্রহণকারীরা প্রমাণ করেন, স্কাউটিং শুধুমাত্র একটি কার্যক্রম নয়, এটি এক জীবনচর্চার শিল্প।
“Be Prepared – সর্বদা প্রস্তুত থাকো”— এই মূলমন্ত্র ক্যাম্পজুড়ে প্রাণবন্তভাবে প্রতিফলিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষকেরা স্কাউটদের কর্মদক্ষতা ও শৃঙ্খলার উচ্চ প্রশংসা করেন। তারা বলেন, এমন প্রশিক্ষণ ক্যাম্প যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সমাজসেবার চেতনা জাগ্রত করে।
জমিয়ত ইউথ ক্লাবের কর্মকর্তারা জানান, এই রিহার্সাল ক্যাম্প আসন্ন জাম্বুরি প্রোগ্রামের প্রস্তুতির অংশ, যাতে হাপুড় জেলার স্কাউটরা জাতীয় পর্যায়ে উজ্জ্বল সাফল্য অর্জন করতে পারে।
ক্যাম্পের শেষে সেরা পারফর্মার স্কাউটদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় সংগীত ও স্কাউট প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সমাপ্তি ঘটে।
🔹অতিথি:
ক্বারী শওকত আলী সাহেব (খাজিন, জমিয়ত উলামা-এ-হিন্দ),
সালিম ত্যাগী সাহেব (স্টেট ট্রেনিং কমিশনার, জমিয়ত ইউথ ক্লাব ভারত স্কাউট অ্যান্ড গাইড),
মুফতি ফারাহীম সাহেব (সভাপতি, জমিয়ত উলামা জেলা হাপুড়),
মাওলানা আলাউদ্দীন সাহেব (সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা জেলা হাপুড়),
মাওলানা মেরাজ সাহেব (সভাপতি, জমিয়ত ইউথ ক্লাব জেলা হাপুড়),
হাফেজ জাহিদ সাহেব (কনভেনার, জমিয়ত ইউথ ক্লাব হাপুড়),
এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
