শ্রমিক জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন আজ (সোমবার) বাদ যোহর আকসা এন্ড আয়াত ডাইনিং -এ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক জমিয়তের আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সভাপতিত্বে এবং উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান আহমদ ও উপজেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব -এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভা কালামুল্লাহ শরীফ তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্য পেশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম সাহেব।
বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন- উপজেলা জমিয়তের মুহতারাম সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দীন সাহেব, সাধারণ সম্পাদক মাওলানা শায়খ মুখলিছুর রহমান সাহেব, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইমামুদ্দীন সাহেব, সহ-সভাপতি মাওলানা ছালেহ আহমদ সাহেব, উপজেলা যুব জমিয়ত সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক মুফতি জামিল কাসিমী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ, মাওলানা নজরুল ইসলাম, হাফিজ আব্দুল মালিক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফয়েজ উদ্দিন, হাফিজ জামিল আহমদ, মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান জাবের, হাফিজ আতিকুর রহমান, জনাব আব্দুল্লাহ কিরণ, জনাব আবুল খায়ের তুহিন, জনাব শাহিদুল ইসলাম, জনাব আলিম উদ্দীন প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার আব্দুর রহিমকে সভাপতি, মাওলানা আব্দুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা জাকারিয়া আহমদকে সাধারণ সম্পাদক, মাওলানা মাহমুদুল হাসান জাবেরকে সাংগঠনিক সম্পাদক, জনাব আব্দুল্লাহ কিরণকে অর্থ সম্পাদক এবং মাওলানা মিসবাহ উদ্দীনকে প্রচার সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট দ্বী-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
পরিশেষে, প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।