আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি আফগানিস্তান দূতাবাসে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক সম্পর্ক ও মানবিক সহায়তা ইস্যু নিয়ে বক্তব্য রাখেন।
তবে ভারতের কিছু তথাকথিত “গোদি মিডিয়া” এই সংবাদ সম্মেলন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালায়। তারা দাবি করে, “ভারত সফরের সময়” নাকি আমির খান মুত্তাকি নারী সাংবাদিকদের প্রশ্ন করতে নিষেধ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক ভিডিও ও ছবিতে দেখা গেছে — কাবুলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এবং প্রশ্নও করেছেন।
এতে প্রমাণিত হয়েছে, ভারতীয় কিছু সংবাদমাধ্যমের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্লেষকরা বলছেন, ভারতের কিছু গণমাধ্যম মুসলিম দেশ ও ইসলামপন্থী নেতাদের বিষয়ে সচেতনভাবে নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট প্রচারণা চালায়, যার লক্ষ্য জনমনে ভুল ধারণা তৈরি করা।
আফগান সরকার সূত্র জানিয়েছে, আমির খান মুত্তাকি বরাবরই আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি উন্মুক্ত মনোভাব পোষণ করেন। নারী সাংবাদিকদের প্রশ্ন গ্রহণে বা তাঁদের উপস্থিতিতে তিনি কখনোই বাধা দেননি।
এক আফগান সাংবাদিক বলেন,
> “ভারতের কিছু চ্যানেল সব সময় ইসলামিক দুনিয়া ও তালিবান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। কিন্তু বাস্তবে মন্ত্রী মুত্তাকি আমাদের সঙ্গে খুবই স্বাভাবিক আচরণ করেন।”
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ব্যবহারকারী লিখেছেন—
, “এ কারণেই সারা দুনিয়া ভারতের মিডিয়াকে মিথ্যাবাদী ও ঘৃণাপূর্ণ বলে।”
