ভোট নয়, পরকালে জবাবদিহির ভয় নিয়েই মাঠে নেমেছি : মোহাম্মদ আলী

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, ভোট নয়, পরকালে আল্লাহর সামনে জবাবদিহির ভয় নিয়েই মাঠে নেমেছি।

তিনি বলেন, পদ-পদবীর লোভ আমাদের নেই। জমিয়ত নেতারা খুলাফায়ে রাশেদার আদর্শ ও চেতনাকে ধারণ করে জনগণের খাদেম হতে চান। সেবা করতে চান।

সোমবার (৩০ জুন) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়ন জমিয়ত-যুব জমিয়তের যৌথ কাউন্সিল ও কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
 
প্রধান অতিথির বক্তব্যে মেহাম্মদ আলী বলেন, আমরা চাই, সিলেট-৪ অঞ্চলের মানুষজন যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। নিজেদের সম্পদ দ্বারা উপকৃত হতে পারে।
 
অভিযোগ করে তিনি আরও বলেন, এ অঞ্চলে যারাই নির্বাচিত হয়েছেন, তারা জনগণের চোখে ধুলো দিয়ে খনিজ সম্পদ লুটে নিয়েছেন, পরিবেশ ধ্বংস করেছেন। সাধারণ মানুষকে ব্যবহার করেছেন কেবল ভোটের সময়। ভোট শেষে তাদের খোঁজ রাখেননি, ফেরেননি মানুষের দুঃখ-দুর্দশায়। কিন্তু এবার মানুষ জেগে উঠেছে। তারা আর প্রতারণার ফাঁদে পা দেবে না ইন শা আল্লাহ।
 
অ্যাডভোকেট মোহাম্মদ আলী এর আগেও দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 
 
এরপর ২০০১ সালের জাতীয় নির্বাচনে একই আসনে আবার প্রার্থী হন। সে সময়ও তিনি খেজুর গাছ প্রতীকেই নির্বাচন করেন। দুইবারই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে এলাকাবাসীর দৃষ্টি কাড়েন।
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করছেন মোহাম্মদ আলী। গত বুধবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে আবারও নাম ঘোষণা করেছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top