সিলেট প্রতিনিধি:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসিমি হাফিজাহুল্লাহ বলেছেন, “আপনারা আমাদেরকে ভোট দেন অথবা না দেন — এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে সম্পর্ক চিরদিন অটুট থাকবে।”
তিনি বলেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ইসলাম ও ঈমান রক্ষায় কওমি মাদরাসা ও উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। এদেশের মানুষের খাঁটি ঈমান-আকিদা রক্ষায় জমিয়তে উলামা ও কওমি মাদরাসার ভূমিকা ইতিহাসের অংশ।
গতকাল সন্ধ্যায় কানাইঘাট উপজেলার নিজ চাউরা কওমি মাদরাসার বার্ষিক এনাম হিসাব ও ওয়াজ মাহফিলে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খলিফায়ে ফেদায়ে মিল্লাত, আমীরে জমিয়তে উলামা, শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী হাফিজাহুল্লাহ।
মাওলানা ফারুক ক্বাসিমি বলেন, “সত্যিকারের মুসলিম যারা আছেন, তারা সবাই কোনো না কোনোভাবে সাবেকি মক্তব বা কওমি মাদরাসায় পড়েছেন, নামাজ, টুপি ও ইসলামি আদব শিখেছেন উলামায়ে কেরামের কাছ থেকে।”
তিনি আরও বলেন, “দেশের মসজিদ-মাদরাসা, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক-ছাত্র — সবাই এই দেশেরই সন্তান। কওমি মাদরাসার হুজুরদের বেতন, লিল্লাহ বোর্ডিং ও শিক্ষার খরচ চলে জনগণের দান-সাহায্যের মাধ্যমে। জনগণ ও উলামায়ে কেরাম একে অপরের অবিচ্ছেদ্য অংশ।”
শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “দেওবন্দী মাসলাক বুকে লালনকারী উলামায়ে কেরামকে জনগণ থেকে আলাদা করা কোনোভাবেই সম্ভব নয়। উলামায়ে কেরাম, কওমি মাদরাসা ও সাধারণ জনগণ এক ও অভিন্ন সত্তা।”
