টাঙ্গাইল, ৫ জুলাই ২০২৫:
যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা বিভাগীয় সম্মেলন বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি, দায়িত্ব বন্টন ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে এই সভা ছিল অত্যন্ত ফলপ্রসূ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ-এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ। তিনি বলেন,
“এই সম্মেলন শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি হবে আদর্শিক জাগরণ ও ইসলামী রাজনীতির নবচেতনার মাইলফলক। টাঙ্গাইলের ভাইয়েরা ঐতিহাসিকভাবে অগ্রণী ভূমিকা রেখে এসেছে, এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি মুহাম্মাদ আকরাম শেখ। তিনি বলেন,
“ঢাকা বিভাগীয় সম্মেলনের মাধ্যমে যুব জমিয়তের সাহসী কণ্ঠ এবং ঈমানদীপ্ত পদচারণা নতুন মাত্রা পাবে। সকল জেলা ও উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সম্মেলন হবে একটি ঐতিহাসিক মোড়।”
সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মারুফ।
তিনি বলেন,
“টাঙ্গাইল জেলা সর্বদা সংগঠনের নির্দেশনা মেনে এগিয়ে চলে। এবারও সম্মেলনে আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন—টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদীম, কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা মাহিদুল ইসলাম, মাওলানা হাফেজ শাকিল মোড়ল, এবং জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আগামী সম্মেলনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
একসাথে সকলের স্লোগান ছিল—
“আদর্শের পতাকা নিয়ে এগিয়ে চলেছি, ইনশাআল্লাহ সম্মেলন হবে যুগান্তকারী।”