চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত জমিয়তের নগর সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা জাকারিয়া কাসেমী এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মাওলানা শাব্বীর আহমাদ সন্দ্বীপী।
সম্মেলনটি পরিচালনা করেন মাওলানা শাব্বীর আহমাদ সন্দ্বীপী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া কাসেমী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা জাফর আহমদ, মাওলানা ইমরান শিকদার এবং জনাব আবুল হাসানাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া কাসেমী বলেন,
> “জমিয়ত এই দেশের স্বাধীনতা, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পর্যন্ত জমিয়তের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ভবিষ্যতেও দেশ, ঈমান ও ইসলামের নিরাপত্তার প্রশ্নে জমিয়ত কোনো আপোষে যাবে না। ঐতিহ্যবাহী এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা গৌরবের এবং ঈমানি দায়িত্বের বিষয়।”
তিনি আরও বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মুসলমানদের ঐক্য, আলেম সমাজের নেতৃত্ব ও ইসলামি চিন্তার শুদ্ধতা রক্ষা করা সময়ের দাবি। এজন্য আমাদের তরুণ প্রজন্মকে জমিয়তের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন। এ সংগঠনের ত্যাগ-তিতিক্ষা, ধর্মীয় নেতৃত্ব ও জাতীয় রাজনীতিতে ভূমিকা মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস। তারা বলেন, দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে জমিয়তের নেতাকর্মীদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সম্মেলন শেষে নতুন নগর কমিটি ঘোষণা করেন মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া কাসেমী।
নির্বাচিত নতুন নগর কমিটি হলো —
সভাপতি: মাওলানা জাকারিয়া কাসেমী
সাধারণ সম্পাদক: মাওলানা শাব্বীর আহমাদ সন্দ্বীপী
সাংগঠনিক সম্পাদক: মাওলানা ইউনুস সাইফি
অর্থ সম্পাদক: মাওলানা যুবায়ের কাসেমী
প্রচার সম্পাদক: মাওলানা রশিদ আহমদ
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের অগ্রগতি, ঐক্য ও ইসলামি মূল্যবোধের প্রচারে সর্বশক্তি নিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা শাখার শ’তাধিক আলেম, শিক্ষক, মাদরাসা প্রতিনিধিসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
