ঢাকা, ৯ নভেম্বর ২০২৫:
প্রখ্যাত আলেমে দ্বীন এবং সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেছেন, “বাতেল ফেকরা জামায়াত-শিবিরের এই মাটিতে কোনো ঠাঁই নেই। এরা কোনো ইসলামী দল নয়। যারা তাদের সঙ্গে ঐক্যের কথা বলছে, তারা ইসলামের প্রকৃত আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে।”
তিনি আরও বলেন, “ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচারকারীরা উম্মাহকে বিভ্রান্ত করছে। মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহভিত্তিক সঠিক আকিদা ও আমলের উপর ঐক্যবদ্ধ থাকা।”
দাওয়াতুল ইহসান বাংলাদেশ অনুষ্ঠিত এক বৃহৎ ওলামা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পীর সাহেব মধুপুর বলেন,
“ইসলামের নাম ব্যবহার করে যদি কেউ রাজনীতি বা দলীয় স্বার্থসিদ্ধি করে, তবে সেটা ইসলাম নয়। আকিদা ও আমলের শুদ্ধতা বজায় রাখা মুসলমানদের ঈমানের শর্ত।”
তিনি আরও সতর্কবার্তা দেন,
“যারা জামায়াত-শিবির বা তাদের মতবাদে জড়িত, তারা সময় থাকতে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসুক। কারণ, বাতেল মতবাদের সঙ্গে ঐক্য কখনো ইসলামী ঐক্য নয়।”
পীর সাহেব মধুপুর বলেন,
“কাদিয়ানীরা কাফের। রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করা প্রয়োজন। মুসলমানদের ঈমান ও আকিদা রক্ষার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে একটি ঈমানি আন্দোলন গড়ে তোলা জরুরি।”
তিনি মুসলিম উম্মাহকে সতর্ক করে বলেন,
“আজ উম্মাহর ঐক্যের নামে বিভাজন ঘটানো হচ্ছে। আমাদের উচিত আল্লাহর রাস্তায় ফিরে আসা, সুন্নাহর উপর অবিচল থাকা এবং আকিদার বিষয়ে আপস না করা।”
সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় আলেম-মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও তরুণ ইসলামিক নেতারা উপস্থিত ছিলেন।
সভাটি আয়োজন করেছিল দাওয়াতুল ইহসান বাংলাদেশ, যেখানে ইসলামী শিক্ষা, আকিদা সংরক্ষণ, সমাজ সংস্কার এবং তরুণ প্রজন্মের দিকনির্দেশনা বিষয়ক আলোচনা হয়।
অন্যান্য বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম হলেও, শান্তির আড়ালে ভ্রান্ত রাজনীতি ও কপট ইসলাম প্রচারকারীদের থেকে সতর্ক থাকা আবশ্যক।
আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের বক্তব্যে উঠে এসেছে ইসলামী চেতনার শুদ্ধতা, আকিদার নিরাপত্তা, এবং বিভ্রান্ত রাজনৈতিক ধারার বিরুদ্ধে দৃঢ় অবস্থান।
তিনি শেষ বক্তব্যে বলেন,
“ইসলাম কখনো ভ্রান্ত মতবাদের সঙ্গে আপস করেনি। আমাদেরও করা চলবে না। সত্যের পথে থাকুন, বাতেলের বিরুদ্ধে অবস্থান নিন — এটাই প্রকৃত ঈমান।”
