1. abutalharayhan@gmail.com : Abu Talha Rayhan : Abu Talha Rayhan
  2. asadkanaighat@gmail.com : Asad kg : Asad kg
  3. junayedshamsi30@gmail.com : Mohammad Junayed Shamsi : Mohammad Junayed Shamsi
  4. sufianhamidi40@gmail.com : Sufian Hamidi : Sufian Hamidi
  5. izharehaque0@gmail.com : ইজহারে হক ডেস্ক: :
  6. rashidahmed25385@gmail.com : Rashid Ahmad : Rashid Ahmad
  7. sharifuddin000000@gmail.com : Sharif Uddin : Sharif Uddin
  8. Yeahyeasohid286026@gmail.com : Yeahyea Sohid : Yeahyea Sohid
  9. zahidnahid68@gmail.com : Hafiz Zahid : Hafiz Zahid
সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন

শায়খুল ইসলাম আল্লামা শফী রহ. হক্বের উপর সর্বদা অটল অবিচল ছিলেন: আলিমুদ্দীন দুর্লভপুরী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

২৮ সেপ্টেম্বর সোমবার সকালে দারুল উলুম কানাইঘাট জামেয়ায় শুভাগমন করছিলেন সিলেট বন্দর বাজার জামে মসজিদের খতিব, ধনকান্দি মাদরাসার মহাপরিচালক ;হযরত মাওলানা মুশতাক আহমদ খাঁন ধনকান্দী, জামেয়া আয়শা সিদ্দীকা সিলেট এর  মুহতামিম ; হযরত মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, ইকরা আল মাদানিয়া শাহী ঈদগাহর পরিচালক;  হযরত মাওলানা মুফতি রশীদ আহমদ, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাটের নাইবে মুহতামিম ; হাফিয মাওলানা আহমদ সগীর ও বিশিষ্ট  সমাজসেবী;  আলহাজ্ব মো. মা’রুফ আহমদ সাহেব।

মেহমানবৃন্দ প্রথমে শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এর কবর যিয়ারত করেন। পরে জামেয়া দারুল উলুমের নাইবে মুহতামিম, শায়খুল হাদিস, জানিশীনে বায়মপুরী, খলিফায়ে ফেদায়ে মিল্লাত রহ. ; আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী দা.বা.এর  সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হোন।

এ সময় উপস্থিত ছিলেন জামেয়ার নাইবে শায়খুল হাদিম; মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী, ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী, হাফিয মাওলানা নজীর আহমদ, মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ।

সাক্ষাত কালে মেহমানবৃন্দ শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী দা.বা. কে আগামী ১লা অক্টোবর ২০ ইংরেজি, বৃহস্পতিবার সিলেট বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মঈনুল ইসলাম হাটহাজারী জামেয়ার মহাপরিচালক ; শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দুআ মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত প্রদান করেন। শায়খ দুর্লভপুরি হযরত মেহমানবৃন্দের দাওয়াত সাদরে গ্রহণ করেন।

এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হযরত শায়খে দুর্লভপুরী বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন একজন সত্যিকারের নাইবে নবী। তিনি শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মদনী রহ. এর শীর্ষ খলিফা। তিনি আমার জানামতে হক্বের উপর  সর্বদা অটল অবিচল ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে ক্ববুল করুন।

হযরত শায়খে দুর্লভপুরী এক পর্যায়ে বলেন, আজ রাজনীতিকে কতভাবে ব্যবহার করা হচ্ছে, তিনি বলেন, আসল রাজনীতি হচ্ছে সমাজের সর্ব ক্ষেত্রে আমরবিল মা’রুফ আর নাহি আনিল মুনকার করা।

দুর্লভপুরী বলেন, আজ আপনি যদি প্রকৃত সত্য কথাটি বলেন, দেখবেন একশ্রেণীর লোকেরা আপনাকে নানাভাবে নাজেহাল করারসমূহ প্রচেষ্টা চালাবে।
এ সময় সবর করা ছাড়া আর কোন পথ থাকে না।

সাক্ষাত শেষে মেহমানবৃন্দকে নিয়ে  শায়খ দুর্লভপুরী দা.বা. মাদরাসার ইফতা বিভাগ ও উলুমুল হাদিস বিভাগে যান।
এ সময় উভয় বিভাগের কিতাবাদীর বিশাল ভাণ্ডার দেখে মেহমানবৃন্দ অবিভূত হোন এবং হযরত শায়খে দুর্লভপুরীর নেক হায়াত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Izharehaq.com
Theme Customized BY Md Maruf Zakir