সালাম দিলে শান্তি আসে সালামে হয় দোয়া, আত্মঅহং থাকলে মনে যায় রে সেসব খোয়া।
কারো সাথে হলে দেখা সালাম প্রথম সুধাও, বসবে আরাম কথার ভাঁজে মন্দ হবে উধাও।
সালামে হয় বিনয় প্রকাশ বাড়ে তাতে মান-ও, সালাম দিয়ে করো শুরু সমাপ্তিও টানো।