ছেলে সন্তান চাই তার।তাই তান্ত্রিকের পরামর্শে নিজের ছয়বছরের মেয়েকে বলি দেয়ার অভিযোগ ওঠেছে পাষাণ্ড এক বাবার বিরোদ্ধে।
পুত্রসন্তান চাই তার। তাই তান্ত্রিকের পরামর্শে নিজের ৬ বছরের মেয়েকে বলি দেওয়ার অভিযোগ উঠেছে এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি গত কাল শুক্রবার ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির লোহরদাগার পেশর ব্লকে ঘটেছে। অভিযুক্ত বাবার নাম সুমন নেগাসিয়া।পেশায় একজন মজুর।
জানা গেছে, ছেলে সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। এমন সময় এক তান্ত্রিকের সঙ্গে পরিচয় হলে তার কাছে বিষয়টি খুলে বলেন।তান্ত্রিক তখন সুমনকে কুপরামর্শ দেন।বলেন, পুত্রসন্তান পেতে হলে নিজের মেয়েকে বলি দিতে হবে। পুত্রসন্তানের জন্য পাগলপারা পাষণ্ড বাবা তান্ত্রিকের পরামর্শ পালন করার সুযোগ খুঁজছিলেন। স্ত্রী বাপের বাড়ি চলেগেলে শুক্রবার সেই সুযোগও এসে যায়।
মায়ের অনুপস্থিতির সুযোগে মেয়েকে সঙ্গে নিয়ে তান্ত্রিকের কাছে হাজির হন পাষণ্ড বাবা। তারপর তারই নির্দেশ মতো মেয়ের গলার নলি কেটে খুন করেন।
ঘটনার জানাজানি হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তান্ত্রিক। তবে নিজ বাড়ি থেকে মেয়ের বাবা পাষণ্ড সুমনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।পরে মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
মেয়েকে খুন করার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে মেয়েটিকে খুন করেছে তাও খতিয়ে দেখা হবে।