সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন বৃহত্তর পাঁচপাড়া এলাকায় অবস্থিত প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ, জামিয়া আহলিয়া মুঈনুল ইসলাম পাঁচপাড়া গোয়াইনঘাট, সিলেট-এর বার্ষিক হিসাব ও পুরস্কার বিতরণী সম্মেলন আগামী কাল ২৪ নভেম্বর, মঙ্গলবার।
এলাকার বৃহৎ এই মাহফিলের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে নসিহত পেশ করবেন শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি,শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী চিল্লা,মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলিসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।এতে দেশবাসীকে আমন্ত্রণ জানিয়ছেন মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ চিল্লা।