ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল ৬৩ ম্যাচ।৮০ দশকে লেস্টার সিটির কাছে হার দেখে সে যাত্রায় থামতে হয় তাদের। এরপর ৩৯ বছরের মাথায় আবারও ৬৩ ম্যাচ অপরাজিত থেকে প্রিমিয়ার লিগে লেস্টারের মুখোমুখি হয়েছিল লিভারপুল।তবে এদিন আর আগের মতো হারতে হয়নি তাদের।
বরং ৩-০ গোলের অসাধারণ জয় নিয়ে নিজেদের অতীত রেকর্ড ভেঙে ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল লিভারপুল।
২২ নভেম্বর, গত কাল রোববার রাতে অ্যানফিল্ডে দলের সেরা তারকাদের অনেককে পায়নি অলরেডরা। ইনজুরি ও করোনাভাইরাস সমস্যায় এদিন লিভারপুলের হয়ে মাঠে নামেননি নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, মোহামেদ সালাহ, জো গোমেজের মতো তারকারা। তবে তাদের অভাব বুঝতে দেননি সাদিও মানে, ডিয়েগো জোতা, রবার্তো ফিরমিনোরা।