নেত্রকোনা জেলার সদর উপজেলার হাটখোলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। জানাগেছে, স্থানীয় কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলামের দুকানে আজ বুধবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান,২৫ নভেম্বর, বুধবার ভোররাতে হাটখোলা মধ্য বাজারে মুহাম্মদ শফিকুলের দুকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মাঝে চাল ও মোদী দোকান, কাপড়ের দোকানসহ ১১টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।