নাইজেরিয়ায়ার উত্তর-পূর্বাঞ্চলের কশোবি নামের একটি গ্রামে ধানক্ষেতে কর্মরত ৪৩ জন শ্রমিককে একসঙ্গে গলা কেটে হত্যা করেছে হামলাকারীরা। ২৮ নভেম্বর,শনিবার দেশটিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় পাওয়া গেছে আরো ৬ জনকে।
স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ৪৩টি মরদেহ পেয়েছি।
স্থানীয় এক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাংশে বোকো হারাম ও আইএসডব্লিউএপি বেশ সক্রিয়।শনিবারের হামলার বিষয়ে কোলো হারামকে-ই দায়ী করেছেন।