ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন (গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা),’সরকারকে আমি বলব অকারণে দেশের আলিমসমাজকে কটু কথা বলবেন না। তাদের কথা বলতে দেন। আমাদের দরকার ভালোভাবে বেঁচে থাকা। অহেতুক বিতর্ক সৃষ্টি না করে আপনি বরং উন্নয়নের জন্য পুলিশকে অনুরোধ করেন। তারা যেনো ফুটপাত থেকে রিক্সাচালক ও দিনমজুরের কাছ থেকে ঘুষ না খায়।’
৩০ নভেম্বর, সোমবার প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম কর্তৃক দেশে ধর্ষণ,শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
এসময় ভাস্কর্য স্থাপনের বিষয়ে জাফরুল্লাহ বলেন, অকারণে আওয়াজ তোলবেন না। মূর্তি, এটা একটি অহেতুক বিতর্ক।
আলেমসমাজ,আপনারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আপনাদের দায়িত্ব হবে মানবিক। অহেতুক বিতর্ক করে ইসলামকে ছোট করবেন না। আজকে মৌলভী সাহেবেরা কেন যৌন নির্যাতনের সাথে যুক্ত হবে।
পরে তিনি আলেমদেরকে অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার আহ্বান জানান।