বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেটে এক কিশোরীকে বাড়ি থেকে বের করে নিয়ে টানা ৮দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত প্রেমিক জাকির হোসেনসহ (২৪) আরো ২জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের অভিনয় করে গেল ২০ নভেম্বর রাতে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউপির পূর্বপেকেরখাল গ্রামের ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যান জাকির হোসেন।ওইদিন রাত ১০টার দিকে কিশোরীর বাবা-মা তাদের মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন জাকির তাদের অপ্রাপ্তবয়ষ্ক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
পরে ওই কিশোরীর বাবা বাদি হয়ে জাকিরকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ মামলা দায়ের করেন।