বয়স এখনো ১৮ পেরুয়নি। রাজশাহী রেলস্টেশনের গণশৌচাগারের পেছনের ফাঁকা জায়গার নির্জনতা ঘিরেই কিশোরীর কথিত সংসার। তার গর্ভে বেড়ে ওঠছে শিশু। তবে নিজের গর্ভে থাকা শিশুর বাবার নাম জানে না ওই কিশোরী। এখনো পৃথিবীর মুখ দেখেনি শিশু।তবে এরই মধ্যে পেটের শিশুকে বিক্রি করে দিয়েছে কিশোরী।
নগরীর এক নিঃসন্তান দম্পতি ১০ হাজার টাকায় কিশোরীর পেটে থাকা সন্তানকে কিনে নিয়েছেন। প্রতিদিন সন্তানসম্ভবা কিশোরীকে ওই দম্পতির পক্ষ থেকে তিন বেলা খাবার পৌঁছে দেয়া হয় স্টেশন এলাকায়। সন্তান ভূমিষ্ঠের পর কিশোরী পাবে নগদ দশহাজার টাকা।আর এই অপেক্ষায় সে নিশ্চিন্ত আছে।
আরেক কিশোরী গত রামাযানে তার শিশুকে ১৫ হাজার টাকায় বিক্রি করেছে। কামাল নামের এক মোটর গ্যারেজ (ভদ্রা এলাকার) কর্মী শিশুটিকে কিনে নেন। এভাবেই রাজশাহীতে চলছে গর্ভের সন্তান বেচাকেনা।তবে লিঙ্গভেদে দামের পার্থক্য হয়।মেয়ে শিশু হলে দাম কম,ছেলে হলে বেশি।জানাগেছে, সীমা নামের একজন মহিলা এইসব বেচাকেনার সমন্বয় করেন।গত শনিবার পুলিশ তাকেসহ আরো ৩ জন মহিলাকে গ্রেফতার করেছে।
বিস্তারিত আসছে…