শেষ হল দেশের সর্ববৃহৎ মাহফিল চরমোনাই এর মিলন মেলা।৩০ নভেম্বর, সোমবার আমীরুল মুজাহিদীন সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র আখেরি মুনাজাতের মাধ্যমে লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালা মানুষের মেলা ভাঙল।
বড় চমৎকার ছিল দুআর মাহফিলটি। লক্ষ লক্ষ মানুষ এক সাথে হাত তুলেছে। কায়মনোবাক্যে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। মানুষের দুচোখে অশ্রু। আল্লাহর ভয়ে, জাহান্নামের আজাবের ভয়ে, কবরের আজাবের ভয়ে অঝোর ধারায় কেঁদেছে। পুরো ময়দানে কান্নার রোল, লাখো কণ্ঠে আমিন ধ্বনি, লাখো মানুষের রোনাজারী, সে এক হৃদয় ছোঁয়া দৃশ্য।
চরমোনাই এর ময়দানে এমন আজীব বিষয়, কত গাফেল, কত শক্ত দ্বীলের মানুষের হৃদয় গলে যায়। যে কোনদিন কাঁদেনি, সে এখানে এসে কাঁদা শুরু করে। একেবারে নতুন, তারও চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিকের সোহবতে এসে পাথরের মত হৃদয় বিগলিত হয় এখানে।
অগ্রহায়ণের প্রোগ্রাম আজ শেষ হয়ে গেল। এবার ফ্লাগুনের অপেক্ষায়। লক্ষ লক্ষ দ্বীনদার জনতা এখন বাড়ি ফিরছে।